নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলানায়তনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, জয়িতাদের সংবর্ধনা ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) বাবুল পাল, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন জয়িতা নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়।