1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

নিয়ামতপুরে গভীর নলকূপ অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন সাধারণ কৃষক সহ অপারেটর পদ থেকে বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে পাড়া মহল্লায় চায়ের দোকানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বঞ্চিতরা।
ছাত্র-জনতার আন্দোলনে পাল্টে গেছে দেশের অনেক কিছুই,তেমনি পাল্টে গেছে বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপের চিত্র। রাতারাতি নিয়ামতপুর উপজেলার গভীর নলকুপ গুলোতে শুরু হয়,দখলবাজী
নলকূপ ঘরে তালামারা। এক একটি নলকূপে একাধিক তালা মারায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সাধারণ কৃষকদের মাঝে। ফলে, চলতি মৌসুমে আলু চাষ সহ রবি শস্য ধানের বীজ বপণ নিয়ে দুশ্চিন্তায় শংকিত হয়ে পড়েন কৃষকরা।
শৃংখলা ফেরাতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে গভীর নলকূপ অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। ফলে, কৃষকদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করে, এরই মাঝে আবারো নিয়োগ থমকে যাই। ফলে, কৃষকদের মধ্য আবারো শংকা সৃষ্টি হয়। তবে, সকল জটিলতা কাটিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপ অপারেটর নিয়োগ পরীক্ষার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে এবং গত ১৯/১২/২০২৪ ইং বৃহস্পতিবার, ২২/১২/২০২৪ ইং রবিবার, ২৩/১২/২০২৪ ইং সমবার সেচযন্ত্রের রেকর্ড কিপার কাম অপারেটর পদে পরিক্ষা সম্পূর্ণ করেন।
৩১/১২/২০২৪ ইং তারিখে অপারেটর পদে পরিক্ষার ফলাফল প্রকাশের পর থেকে সাধারণ কৃষক সহ অপারেটর পদ হতে বাদ পড়া সুবিধা বঞ্চিতরা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর নিয়োগের অনিয়ম ও দূর্নীতি তীর ছুড়ছেন। তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে,বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োজিত ইঞ্জিনিয়ার অর্থের বিনিময়ে অপারেটর পদে নিয়োগ বানিজ্য করেছেন বলে তাদের ধারণা। অনেকে মনে করছেন রাজনৈতিক গ্রুপিং,ভিন্ন ভিন্ন মতাদর্শিতা,রাজনৈতিক প্রভাবে এসব নিয়োগ হয়েছে। ৩ নং ভাবিচা ইউনিয়নের আমইল গ্রাম থেকে অপারেটর পদে পরিক্ষায় অংশগ্রহন কারী বাদ পড়ে যাওয়া ভুক্তভোগী হাসেন আলীর ছেলে বেলাল হোসেন(৩৫) বলেন,আমইল গ্রামে অবস্থিত বরেন্দ্র উন্নয়নের গভীর নলকূপ অপারেটর পদে আমি পরিক্ষা দিলেও রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে আমাকে বাদ রেখে পার্শ্ববর্তি গ্রাম থেকে একজন অপারেটর নিয়োগ দেয়া হয়েছে,যা নিয়ম বহির্ভূত অপারেটর হিসেবে অগ্রাধিকার রয়েছে এই গ্রামের লোকজনের, সেখানে ভিন্ন গ্রামের লোক কি ভাবে নিয়োগ পাই যা আমার বোধগম্য নয়। তিনি আরও বলেন ৫ আগষ্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই এই অঞ্চলে কিছু রাজনৈতিক সিন্ডিকেট সৃষ্টি হয়েছে তাদের কাজ পুকুর দখল, নলকূপ, দখল মামলা থেকে অব্যাহতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া থেকে ফ্যাসিসদের দোসরদের আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে কাজ করছেন। বিভিন্ন সুবিধা বঞ্চিতদের এ ধরনের অভিযোগের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ামতপুর উপজেলার সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ এর সহিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
তিনি বলেন সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ দেয়া হয়েছে কোন কৃষক বা অপারেটরের নিকট হইতে কোন অর্থ নেয়ার তো প্রশ্নই আসে না বরং তাদেরকে চা,সম্মান করা হয়েছে বলে দৈনিক মুক্ত খবর ও দৈনিক আজকের খোলা কাগজ কে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ২ নং চন্দননগর ইউনিয়নের একজন সাধারণ কৃষক দৈনিক মুক্ত খবর কে বলেন আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে। অর্থের বিনিময়ে বহাল রাখছে এই অপারেটর পদ অবিলম্বে সমস্ত নিয়োগ বাতিল করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira