নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর পোরশায় বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভুগির হাতে তুলে দিলেন থানা পুলিশ। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার তত্বাবধানে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ৩৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানাগেছে, গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের হালিমা বেগমের সৌদি প্রবাসী বাবা ৪ ফেব্রয়ারী হালিমার মোবাইল নম্বরে টাকা পাঠানোর সময় ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ৩৮ হাজার ৪০০ টাকা পাঠিয়ে দেন। ফলে টাকা না পেয়ে হালিমার স্বামী আমিনুল ইসলাম পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অনুসন্ধান করে বিকাশ নাম্বারটি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এক ব্যক্তির বলে থানা পুলিশ জানতে পারেন। পরে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় টাকা উদ্ধার করে শনিবার দুপুরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলি হস্তান্তর করা হয়।