নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিয়ামতপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ৫ জুলাই রাত ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মোল্লার ছেলে। সে উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইন চার্জের নির্দেশে এসআই অপূর্ব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড্ডা বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় আসামি আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদপে নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৫ জুলাই রাতে অভিযান চালিয়ে বাদশা মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। রবিবার ৬ জুলাই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১