মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা দপ্তরের উদ্যেগে পারফরম্যান্স বেজড গ্রান্টসফর সেকেন্ডারি ইনিস্টিউটশন (PBGSI) স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সাটিফিকেট বিতরণ করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ক্রেষ্ট বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী বিচারক মোছাঃ নাবিলা ফেরদৌস, সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, সহকারী পরিচালক মাধ্যমিক শিক্ষা দপ্তর ঢাকা, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবির, শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাশির সহ ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শ্রী কণকরায়। এস এস সি কৃতি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি কৃতিশিক্ষার্থীদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১