নিয়ামতপুর (নওগাঁ) নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নওগাঁ জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা জীবিকায়ন কর্মকর্তা হারুনুর রশিদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা আইসিবি কর্মকর্তা ববিতা খাতুন, ৩ নং ভাবিচা ইউনিয়নের ক্লাস্টার অফিসার সোহেল রানা, ৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়নের ক্লাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১