1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে রুবেদা (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিগদ রুবেদা টগরইল গ্রামের রুবেল হোসেনের মেয়ে।

এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ও মা অন্যত্র বিয়ে করলে একা হয়ে পড়ে রুবেদা। পরে তার চাচারা কিশোরী বয়সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বোয়ালিয়া গ্রামের আবু সাইদ (৩০) সঙ্গে ৪ বছর আগে বিয়ে দেন। বিয়ের দুই বছরের মাথায় একটি পুত্র সন্তান জন্ম দেয় রাবেদা। 

অপরদিকে রাবেদার স্বামী ঢাকায় গার্মেন্টসে চাকরি নিয়ে সবার অগোচরে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক অশান্তির কারণে রাবেদা বাবার বাড়িতে থাকছিলেন। ঈদের আগে রাবেদাকে নিজ বাড়িতে নিয়ে যাবেন বলে টগরইল গ্রামে আসেন তার স্বামী আবু সাইদ। স্বামীর সঙ্গে যেতে রাজি না হওয়ায় তালাকের হুমকি দেন তার স্বামী। পরে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা আলতাফ হোসেন বলেন, বিবাহের পর হতেই আসামী আমার ভাতিজির সাথে সামান্য বিষয় নিয়ে বাক বির্তক এবং আমার ভাতিজিকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমার ভাতিজিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করিত।তার স্বামীর নির্যাতনের কারণে আমার ভাতিজি বিষ পান করেন এবং দ্রুত তার ছেলে রিহান কে নিয়ে চলে যায় তার স্বামী। বিষ খাওয়ায় বিষটি জানানি হলে অটো চার্জার ভ্যান যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় রুবেদার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira