1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

বউ চলে যাওয়ায় হতাশ, ফেসবুকে ‘পৃথিবীকে বিদায়’ লিখে আত্মহত্যা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার’ স্ট্যাটাস দিয়ে তৌফিক রানা
রোববার (১৯ মে) ভোরে নওগাঁর সাপাহার টি অ্যান্ড টি পাড়ার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তৌফিক রানা টি অ্যান্ড টি পাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, সাপাহার টি অ্যান্ড টি পাড়ার মোস্তফা হোসেনের ছেলে তৌফিক রানা শনিবার (১৮ মে) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার’ একটি পোস্ট করে। এ ছাড়া তার বন্ধুদের এ মেসেজ পাঠায়। এর মধ্যে রাতের কোনো একসময় ঘরের গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাবা মোস্তফা হোসেন বলেন, ‘রোববার (১৯ মে) ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা। ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেই আমরা।’
তিনি বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ে। তার মধ্যে তৌফিক সবার ছোট। প্রায় ৮ মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে করিয়েছি। ছেলের নতুন বউ ১ মাস সংসার করার পর আর করবে না বলে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল।’
সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।মরদেহ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira