নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এই সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ।
অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা আনসার ভিডিবি অফিসার রেজওয়ানা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মারিয়া ইবনে আজিজ, মডেল কেয়ারটেকার ইব্রাহীম খলিল, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির আহবায়ক ভিম চন্দ্র বর্মন, সদস্য সচিব জগেস চন্দ্র বর্মন, যুগ্ন আহবায়ক ডালিম চন্দ্র বর্মন, নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তবিবর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।