নিজস্ব প্রতিবেদকঃ বদলি জনিত বিদায় নিলেন রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর পীরগঞ্জের ডি সার্কেল কামরুজ্জামান বিদায় নেয়ার পরেই তিনি তার মিঠাপুকুর পীরগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশ্য একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি তার স্ট্যাটাসে বলেন প্রিয় মিঠাপুকুর পীরগঞ্জ বাসি
আমি গত ইং ০৪-১১-২০২০ তারিখ ডি সার্কেল, রংপুরে যোগদান করি। আলহামদুলিল্লাহ এখানে কর্মরত থাকাকালীন সময়ে আমি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করি। উক্ত ০২ বছর ০৬ মাস ০৬ দিন সময়কালে আমি আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি রংপুর জেলা পুলিশের সিনিয়র স্যারগণসহ রংপুর জেলা পুলিশে কর্মরত প্রত্যেক সদস্যকে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মিঠাপুকুর- পীরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগনসহ উক্ত দুই উপজেলার সাধারন জনগনদের যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমার এই পথ চলা ছিল অনেক সহজ এবং উপভোগ্য।
কোন ভুল ভ্রান্তি করে থাকলে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমার ও আমার পরিবারের জন্য।
অনেক অনেক মিস করব ডি সার্কেল, (মিঠাপুকুর – পীরগঞ্জ) রংপুর কে সর্বোপরি রংপুর জেলা পুলিশকে
আমার নতুন কর্মস্থলঃ শাহজাদপুর সার্কেল, সিরাজগঞ্জ সেখানে গিয়েও আমি আপনাদের মনে রাখবো সাধারণ মানুষের জন্য আমার দরজা চিরদিন উন্মক্ত।